দিনাজপুর প্রতিনিধি ►
২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাতেই, আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। ইন্টারনেটে কোন কাজে ব্যবহার করবে সেটা তোমাদেরকেই নির্বাচন করত হবে। তোমাদের উপর নির্ভর করবে তোমরা কি গ্রহণ করছ। ভালো জিনিস গ্রহণ করলে ভালো পথে যাবা, আর না করলে বিপথে যাবা সেটা তোমাদেরই নিজস্ব ব্যাপার কারণ এখন হাতে হাতেই রয়েছে ইন্টারনেট।
আজ শুক্রবার বেলা ১০ টার দিকে দিনাজপুর বিরল উপজেলার জনশুমারি ও গৃহ গণনা ২০২১ প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ট্যাব বিতরণ, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আইজিপিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার পর ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট দেওয়া হয়েছিল। তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। ফলে একসময় ছাত্র-ছাত্রীরা পুরাতন বই নিয়েই পরবর্তী ক্লাসে পড়াশোনা করতে হতো এখন প্রতি ক্লাসেই নতুন পাঠ্যবস্তু বিনামূল্যে পেয়ে পড়াশোনা করছে। এখন প্রাথমিক পর্যায়ে শতভাগ শিশুরা স্কুলে যাচ্ছে এবং বিনামূল্যের বই বিতরণ সহ উপবৃত্তীয় প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ আজকের মেধাবী ছাত্রছাত্রীদের নিতে হবে। এখন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন করা হয়েছে করেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান ছাড়া পৃথিবী কখনো চলতে পারে না। মাদ্রাসায় বিজ্ঞান ব্যবস্থা চালু করায় আজকের মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এখন সুন্দর সুন্দর ভবন তৈরি করা হয়েছে যা দূর থেকে দেখলে অনেক ভালো লাগে। শহরের পাশাপাশি গ্রামের শতভাগ বাড়িতে বিদ্যুতায়ন করা হয়েছে। আজকে ঘরে বসেই পরীক্ষার ফরম ফিলাপ থেকে শুরু করে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করছে আজকের শিক্ষার্থীরা। ডিজিটাল ব্যবস্থা চালু থাকায় গ্রামে বসেই কাজ করতে পারছেন অনেকে এবং অনলাইনের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেক।
বিরল উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওছার এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমূখ। পরে নিরাপদ সবজি উৎপাদন কারী ২০ জন হতদরিদ্র নিরাপদ সবজি উৎপাদনকারী চাষীদের মাঝে বিশ ভ্যান বিতরণ করেন প্রধান অতিথি।